• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কাকারায় দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে কৃষি সেচ প্রকল্প জবরদখলের চেষ্টা

  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলায় চকরিয়া উপজেলার ৭নং কাকারা ইউনিয়নে এক কৃষকের ৬৫-৭০ বছরের পুরাতন পৈতৃক এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কৃষি সেচ প্রকল্প অবৈধভাবে জবরদখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পিয়াছড়ি ঘোনা এলাকায় অন্তত ৫০কানি বা ২০একর জমিতে কৃষি সেচ প্রকল্প এবং কৃষি সেচ করতে গিয়ে কাকারা ও উত্তরলক্ষারচর ইউনিয়নের স্থানীয় বখাটে ও লোভী সন্ত্রাসীদের বাধার মুখোমুখি হয়েছেন এবং ডিজেলচালিত ডিব মেশিন জালিয়ে পুড়িয়ে দিয়ে ভুক্তভোগী কৃষক উসমান গণিকে হত্যা করার হুমকি দিয়েছে বলে জানা যায়।

কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পিয়াছড়ি ঘোনা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষক উসমান গনির কৃষি সেচ প্রকল্পের আওতাধীন এলাকাটি চারিদিকে সবুজের সমাহার। পুড়ানো অবস্থায় রয়েছে কৃষি সেচ প্রকল্পের ডিজেল চালিত ডিব মেশিন।

ভুক্তভোগী কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পিয়াছড়ি ঘোনার স্কিম পরিচালক উসমান গনি জানান,এলাকার কিছু বকাটে লোভী শ্রেণীর সন্ত্রাসী রাতের আঁধারে এ ঘৃন্য জগন্য ঘটনাটি ঘঠায়। আমি বিষয়টি প্রশসাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি সাথে সাথে কৃষি অফিসে ও অভিহিত করেছি।

কৃষক উসমান গণি আরো বলেন , স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী বিশেষ করে কাকারা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের বর্তমানে থানা কোর্টে কয়েকটি মামলার আসামি আরিফুল্লাহ ,শহিদুল্লাহ, আবুল কালাম, মোঃ আক্কাস এবং বর্তমানে থানা কোর্টে কয়েকটি মামলার আসামি মোঃ রফিকসহ (লম্বা রফিক) একদল সন্ত্রাসী এবং কিশোরগ্যাঙের মদদদাতারা মিলে আমার আমার কৃষি স্কিম টি জবরদখল করার চেষ্টা করে। তারা আমাকে ও আমার সন্তানদের এবং আমার উত্তরসূরীদের কাউকে পানি সেচ ও জমি চাষাবাদ করতে মাঠে নামতে দিবেনা বলে সারাক্ষন হুমকি দিয়ে আসছে।আমি এর সঠিক বিচার চাই।

কাকারা ১নং ও ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী সাইদুল হকের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি এ ব্যাপারে আমি সহকারী কৃষি কর্মকতার কাছে প্রতিবেধন দাখিল করে বিষয়টির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছি।

আমির উদ্দিন নামের কাকারা এলাকার এক কৃষক জানান, আরিফুল্লাহ সহ চিহ্নিত সন্ত্রাসীরা ছাত্রলীগ/যুবলীগ /আওয়ামিলীগের নাম ভাঙিয়ে কাকারা ও উত্তরলক্ষারচর ইউনিয়নের প্রভাবশালী লোকের ছত্রছায়ায় উসমান গণির ৬৫-৭০ বছরের পুরাতন পৈতৃক এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কৃষি সেচ প্রকল্প এবং তাদের নিজস্ব জমি ও স্কিমের আওতায় পানি সেচে বাধা দান করে।

১নং ওয়ার্ডের পিয়াছড়ি ঘোনার মুজীব নামের অপর এক কৃষক জানান ,সন্ত্রাসীরা তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ৪ফেব্রুয়ারিতে সকাল ১১টার সময় ১নং ওয়ার্ডের পিয়াছড়ি ঘোনায় কৃষি সেচ প্রকল্প আমার পানি সেচ স্কিম জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। অথচ ওই সন্ত্রাসীদের এই স্কীমে কারো কোনো জয়গা জমি নেই।

এ বিষয়ে জানতে সন্ত্রাসী কাজের নেতৃত্বদানকারী আরিফুল্লাহ'র মোবাইলে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ রকম একটা মৌকিক অভিযোগ পেয়েছি তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো।

ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কৃষি সেচ প্রকল্প অবৈধভাবে জবরদখলের অপচেষ্টার ও কৃষিকাজে ব্যবহৃত ডিজেলচালিত ডিব মেশিন জালিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি সেচে বাঁধা দেওয়া এটা সত্যিই ঘৃন্য ও জগন্য কাজ এ রকম কাজ যারা করে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।আমার বরাবরে ভোক্তভোগী অভিযোগ দিলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads